1. shahajahanbabu@gmail.com : admin :
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির ৭ এমপি - Pundro TV
সোমবার, ০৬ মে ২০২৪, ১২:২৯ অপরাহ্ন



স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির ৭ এমপি

অনলাইন ডেক্স:
  • প্রকাশিতঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির সাত সংসদ সদস্য। আজ বেলা ১১টার পর পদত্যাগ পত্র জমা দিতে জাতীয় সংসদ ভবনে সশরীরে প্রবেশ করেন বিএনপির দলীয় ৫ জন সংসদ সদস্য। বেলা সাড়ে ১২টার দিকে সংসদ ভবন থেকে বেরিয়ে আসেন তারা। এসময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সাংবাদিকদের বলেন, আমরা পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিয়েছি। তিনি আমাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে সংসদ ভবনে প্রবেশের সময় জিএম সিরাজ সাংবাদিকদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, গতকাল সংসদ বন্ধ থাকায় আমরা ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলাম স্পিকারের কাছে। আজ আমরা সশরীরে পদত্যাগপত্র জমা দিতে এসেছি।

তিনি আর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপির ৭ জন সংসদ সদস্য পদত্যাগ করলে কিছু যায়-আসে না। গত ৪ বছরে বিরোধী দল বলতে শুধু আমরা ৭ জনই ছিলাম। আর যে বিরোধী দল নামকাওয়াস্তে আছে, তারা তো পোষা বিরোধী দল। এই পোষা বিরোধী দলের ৪টি বছর গীত-বন্দনা করতে করতেই গেছে।

তাই আজকে থেকে সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব করার জন্য মানুষ তো নেই, মশা-মাছিও নেই। আমি মনে করি, আজকে থেকে সংসদ সম্পূর্ণ অবৈধ।

 

জিএম সিরাজ আরও বলেন, আমরা যখন জনগণের কথা বলতাম, ৩৫০ জনের মধ্যে শুধু ৭ জনের কথা জনগণ শুনতো। ৩৪৩ জন যারা কথা বলতো, সেটা শুধু দেয়াল শুনতো, মানুষ শুনতো না। জাতীয় পার্টি যখন কথা বলতো, মানুষ অন্য চ্যানেলে চলে যেত। আমাদের আন্দোলনের এটাই শুরু, পদত্যাগ দিয়ে শুরু করেছি। ১০টি দফা দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলন; আমাদের একই দফা, এই সরকারের পতন। জনগণ সরকারকে বাধ্য করবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে। এই দেশে মানুষ যাতে ভোটাধিকার ফিরে পেতে পারে, মানুষ যাতে বাকস্বাধীনতা ফিরে পায় এবং অনতিবিলম্বে এই সংসদ ভেঙে দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন—বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা। তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তারা উপস্থিত থাকতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST