1. shahajahanbabu@gmail.com : admin :
আটকে রাখা রাশিয়ার সার ছেড়ে দিল ইউরোপীয় ইউনিয়ন - Pundro TV
বুধবার, ০৮ মে ২০২৪, ১০:১৭ অপরাহ্ন



আটকে রাখা রাশিয়ার সার ছেড়ে দিল ইউরোপীয় ইউনিয়ন

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

ইউরোপের বন্দরে আটকে রাখা রাশিয়ার সারবাহী একটি কার্গো জাহাজকে আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করার অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বর্তমানে জাহাজটি ২০ হাজার টন সার নিয়ে নেদারল্যান্ডসের রোটেরডাম বন্দরে অবস্থান করছে। খবর রয়টার্সের।

জাতিসংঘ শুক্রবার ঘোষণা করেছে, আফ্রিকার দেশ মালাভির উদ্দেশ্যে জাহাজটিকে রওনা করার অনুমতি দিয়েছে নেদারল্যান্ডস। আফ্রিকার দরিদ্র দেশ মালাভিকে এই ২০ হাজার টন সার রাশিয়া অনুদান হিসেবে দিয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া কৃষিপণ্য রপ্তানিতে বাধাগ্রস্ত হচ্ছে। সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ যে চেষ্টা চালাচ্ছে, তাতে রাশিয়া অব্যাহতভাবে অসন্তুষ্টি প্রকাশ করে আসছে।

জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনে খাদ্যশস্য রপ্তানির ব্যাপারে রাশিয়া যে সম্মতি দিয়েছিল, সেই সময় রাশিয়ার কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করার জন্য জাতিসংঘের প্রতিশ্রুতি দিয়েছিল; কিন্তু প্রতিশ্রুতি মতো জুলাই মাসের মধ্যে রাশিয়ার জন্য আন্তর্জাতিক বাজার উন্মুক্ত করতে পারেনি বিশ্ব সংস্থাটি।

বিশ্বব্যাপী করোনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে নোঙর করেছে একটি জাহাজ, যার ৮০০ যাত্রী কোভিড আক্রান্ত।

এ ঘটনার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। জারি করা হয়েছে কড়া কো ভিড বিধিনিষেধ। খবর রয়টার্সের।

কার্নিভ্যাল অস্ট্রেলিয়া নামে একটি সংস্থার ম্যাজেস্টিক প্রিন্সেস নামে জাহাজটি ভিড়েছে সিডনি বন্দরে।

ওই জাহাজের ৮০০ যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। নিউ সাউথ ওয়েলস স্টেটের স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, এর ফলে শুধু সিডনি নয়, সারা অস্ট্রেলিয়াতে আবারও ছড়াতে পারে কোভিড।

২০২০ সালেও একই ঘটনা ঘটেছিল সিডনিতে। রুবি প্রিন্সেস নামে একটি প্রমোদতরী সিডনি বন্দরে নোঙর করে। ওই প্রমোদতরীতেও বহু যাত্রী সংক্রামিত হয়েছিলেন।

তার জেরে গোটা নিউ সাউথ ওয়েলসে ৯১৪ জন আক্রান্ত হন। ২৮ জনের মৃত্যু হয়। পরে তদন্তে জানা গিয়েছিল সে কথা।

ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন সচেতন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল। তিনি আরও জানিয়েছেন, সুস্থ হলে এক এক করে যাত্রীদের বার করে আনা হবে জাহাজ থেকে।

জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছেন, কোভিড আক্রান্ত রোগীদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা চলছে। রোগীদের ওপর নজর রাখছেন জাহাজের কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST