1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ায় জাতীয় শোক দিবস পালিত - Pundro TV
বুধবার, ০১ মে ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন



বগুড়ায় জাতীয় শোক দিবস পালিত

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্ট, বগুড়া ।

১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে সপরিবারে শাহাদৎ বরণ করেন বঙ্গবন্ধু। সারাদেশের ন্যায় বগুড়াতেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে নানা আনুষ্ঠানিকতায়  ।

শোক দিবস  উপলক্ষ্যে   সকাল ৮ টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে বটতলায় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন  জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন  জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা,    জেলা আওয়ামী লীগের সভাপতি  মজিবর রহমান মজনু, সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের প্রশাসক ডাঃ মকবুল হোসেন সহ আরোও গন্যমান্য ব্যক্তিবর্গ৷

পুষ্পস্তবক অর্পণ শেষে  সাতমাথায় জেলা পরিষদের বাস্তবায়নে মুজিব মঞ্চের পাশে বঙ্গবন্ধুর মোড়াল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।  জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বগুড়া জেলা আওয়ামী লীগ এবং  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথাস্থ মুজিব মঞ্চে শোক সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ সভাপতি টি জামান নিকেতা, অ্যাডভোকেট মকবুল হোসেন মুুকুল, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায় সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST