1. shahajahanbabu@gmail.com : admin :
যুদ্ধাস্ত্র পাঠালে নিশানা বদলের হুমকি পুতিনের - Pundro TV
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন



যুদ্ধাস্ত্র পাঠালে নিশানা বদলের হুমকি পুতিনের

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৬ জুন, ২০২২

পশ্চিম যদি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা বন্ধ না করে, তা হলে নিশানা বদল করবে মস্কো জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার কথায়, সংঘর্ষ আরো বাড়াতেই এভাবে অস্ত্র পাঠানো হচ্ছে কিভে।

রুশ সংবাদ সংস্থাকে পুতিন বলেছেন, কিভকে যদি এভাবে একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠায় পশ্চিমা শক্তিরা, আমরা যথার্থভাবেই তা শেষ করব… আমরা আমাদের অস্ত্র ব্যবহার করব। এখনো যে সব জায়গায় হামলা করিনি, এবারে সেখানে আঘাত হানব।

রুশ টেলিভিশনে দেখানো হয়েছে এই সাক্ষাৎকার। কোথায় হামলা করার কথা ভাবছেন, সে বিষয়ে খোলসা করেননি পুতিন।

সদ্যই আমেরিকা ঘোষণা করেছে, তারা হিমার মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম পাঠাবে। ৮০ কিলোমিটার দূরের নিশানায় আঘাত করতে পারে এটি। এছাড়াও কোটি কোটি ডলারের অস্ত্রসাহায্য করছে আমেরিকা। এতে ক্ষুব্ধ রাশিয়া।

যুদ্ধ-বিশারদদের ব্যাখ্যা, আমেরিকার হিমার রাশিয়ার হাতে থাকা সিস্টেমের থেকে সামান্য বেশি শক্তিশালী। এর অর্থ, এবারে কিভের বাহিনীও ইউক্রেন থেকে রাশিয়ার সেনাঘাঁটিতে হামলা চালাতে পারবে। মস্কো কিছুই করতে পারবে না।

আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য দাবি করেছেন, তারা এমন কোনো অস্ত্র ইউক্রেনকে দেবেন না, যাতে রাশিয়ার জমিতে কোনো ক্ষয়ক্ষতি হয়। তবে যুদ্ধে কোনো পক্ষই কাউকে বিশ্বাস করে না।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST