1. shahajahanbabu@gmail.com : admin :
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ শ্রমিক-পুলিশ সংঘর্ষ - Pundro TV
বুধবার, ০১ মে ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন



বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ শ্রমিক-পুলিশ সংঘর্ষ

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রফতানিমুখী অবন্তি কালার টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকেরা। এতে প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে।

রবিবার (২১ এপ্রিল) সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে এ ঘটনা ঘটে। আন্দোলনকারী বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজ করার পর কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি। কিন্তু ঈদের বোনাস দেওয়া হয়েছে। তবে বেতন বকেয়ার ফলে কষ্টে দিন যাপন করছেন শ্রমিকরা।

পোশাকশ্রমিক আলামিন মিয়া বলেন, ‘কারখানা ছুটির সময় মোবাইলে বেতন পরিশোধের আশ্বাস দিয়েও কথা রাখেনি মালিকপক্ষ৷ গত কয়েক মাস ধরে বেতন নিয়ে এভাবে গড়িমসি করছে মালিকপক্ষ৷ এ কারণে আজ শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে।’

তবে কারখানার মালিকপক্ষের একজন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঈদের আগে সব শ্রমিককে বোনাস দিয়েছি। কিন্তু শিপমেন্ট ঠিকমতো না হওয়ায় মার্চের বেতনটা দিতে পারিনি। আগামী কয়েক দিনের মধ্যে সকলের বেতন পরিশোধ করে দেওয়া হবে।’ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, ‘সকাল থেকে শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। এতে যানজটের সৃষ্টি হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। এতে অনেকে আহত হয়েছেন। তবে আহতের সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। আগামী মঙ্গলবারের মধ্যে মালিকপক্ষ বেতন পরিশোধ করে দেবেন বলে জানিয়েছেন।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST