1. shahajahanbabu@gmail.com : admin :
নীলফামারীর ৪টি আসনের ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, স্থগিত ৫ - Pundro TV
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:২৭ অপরাহ্ন



নীলফামারীর ৪টি আসনের ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, স্থগিত ৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
আসিফ ইশতিয়া লিওন :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চার আসনে মোট মনোনয়নপত্র জমা পড়েছে ৩৭টি। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৮টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এসময় নানা জটিলতার কারণে স্থগিত করা হয় আরও পাঁচটি মনোনয়নপত্র। যার বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী।
রোববার (৩ ডিসেম্বর) নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কার্যালয়ে যাচাই-বাছাইয়ের পর ওই মনোনয়ন বাতিল ও স্থগিত করা হয়। বৈধ ঘোষণা করা হয়েছে মোট ২৪টি মনোনয়ন।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বৈধ হয়েছে ৫টি মনোয়নপত্র। বাতিল করা হয়েছে ২টি, অপেক্ষমান আছে ৩টি।
নীলফামারী-২ (সদর) আসনে বৈধ হয়েছে ৪টি মনোনয়নপত্র। বাতিল করা হয়েছে ২টি।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বৈধ হয়েছে ৭টি মনোনয়নপত্র। বাতিল করা হয়েছে ৩টি এবং স্থগিত আছে ২টি।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বৈধ মনোনয়ন পত্রের সংখ্যা ৮টি এবং বাতিল হয়েছে ১টি।
যে আটটি মনোনয়নপত্র বাতিল হয়েছে তার অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ বলেন, ‘বাতিল হওয়া প্রার্থীরা ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST