1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ায় বিএনপি জামায়াতের হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল - Pundro TV
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন



বগুড়ায় বিএনপি জামায়াতের হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

শুভজিৎ সারকার
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

বগুড়ায় বিএনপি,জামায়াত ও সমমান দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রতিবাদে প্রথম দিন ৫’শতাধিক  নেতাকর্মী নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা।

গত ১৬ই নভেম্বর নির্বাচন কমিশন কতৃক ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তাফসিলকে এক তারফা আখ্যায়িত করে বিএনপি। তফশিলকে প্রত্যাখ্যান ও সরকারের  পদত্যাগ দাবিতে বিএনপিসহ সমমান দলগুলো ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয়।

বগুড়ায় এরই প্রতিবাদে মঞ্জুরুল আলম মোহনের (যুগ্ম সাধারণ সম্পাদক) নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশাল এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আজ (১৯-১১-২০২৩) সকাল থেকেই বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা মুজিব মঞ্চের সামনে নেতাকর্মীরা মোটরসাইকেল ও পায়ে হেঁটে আসতে থাকে। হাজারো মানুষের স্লোগানের স্লোগানে সাতমাথা প্রতিবাদ ধ্বনিতে ভরে উঠে। পরে সকল নেতাকর্মী একত্রিত হয়ে দুপুর ১২ টায় শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সাতমাথা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত করে।

  এছাড়াও এ বিক্ষোভ মিছিলে  উপস্থিত ছিলেন,বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, শুভাশিস পোদ্দার লিটন,আমিনুল ইসলাম ডাবলু,সার্জিল আহমেদ টিপু,বাপ্পি কুমার চৌ,শহিদুল ইসলাম  দুলু,ফেরদৌস মাহফুজ সেলিম,একেএম আসাদুর রহমান দুলু,সাগর কুমার রায়, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল রাজী জুয়েল, শিরিন আনোয়ার জর্জিস,নাসরিন রহমান সীমা, আনিসুজ্জামান মিন্টু,মাশরাফি হিরো, খালেকুজ্জামান রাজা, অধ্যক্ষ শামসুল আলম জয়,আবু ওবায়দুল হাসান ববি, তৌহিদুল করিম কল্লোল, আলমগীর হোসেন স্বপন, কামরুল হুদা উজ্জ্বল, গৌতম কুমার দাস, হেফাজত আরা মিরা,আব্দুস সালাম, কামরুল মোরশেদ  আপেল,আলমগীর বাদসা, সাজেদুর রহমান শাহিন, আলহাজ্ব শেখ, মনজুরুল হক মঞ্জু, জুলফিকার রহমান শান্ত, সাবরিনা সরকার পিংকি, ডালিয়া নাসিম রিক্তা, রাশেদুজ্জামান রাজন, সজীব সাহা, আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ।
তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ সর্বস্তরের নেতা কর্মীকে অংশগ্রহণ নেয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST