1. shahajahanbabu@gmail.com : admin :
তারেক-জোবাইদার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় আজ - Pundro TV
শনিবার, ০১ জুন ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন



তারেক-জোবাইদার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় আজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণা করা হবে আজ।  ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন। এই রায় ঘিরে ঢাকার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রবেশদ্বারগুলোতে বাড়তি নজরদারি করা হচ্ছে। পুরো আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ বিচারপ্রার্থীদের তল্লাশি করা হচ্ছে। আদালত প্রাঙ্গণে ভ্রাম্যমাণ হকারদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার তদারকি অফিসার পুলিশ পরিদর্শক ফারুকুল ইসলাম সাংবাদিকদের জানান, আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায় ঘিরে যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।
দুদকের এই মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। মামলায় তারেক-জোবায়দার সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন রাষ্ট্রপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST