২০২৪-এ জুলাই বিপ্লবের নানা ঘটনা ও চিত্র নিয়ে ক্যাম্পাস ম্যাগাজিন ৩৬ জুলাই এর মোড়ক উন্মোচন মোচন করা হয়েছে। সোমবার বগুড়া শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে জুলাই শহীদের গর্বিত পিতাদের নিয়ে এ মোড়ক উন্মোচন করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মুহাম্মদ সলিমুল্লাহ আকন্দ।
রেটিনা মেডিকেল এন্ড ডেন্টাল এডমিশন কোচিং সেন্টার বগুড়া এর মহাপরিচালক নুরুল্লাহ রায়হানের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শহীদ আহাদের গর্বিত পিতা মোঃ নজরুল ইসলাম, শহীদ রাতুলের পিতা মোঃ জিয়াউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত লেখক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থী ও দেশের অন্যান্য মেডিকেল কলেজের আন্দোলনের চিত্র এই ম্যাগাজিনে ফুটে তোলা হয়েছে।
সেই সময় শেখ হাসিনার সরকারের রক্ত চক্ষুকে ভয় না করে জীবনের ঝুঁকি নিয়ে যে ভূমিকা রেখেছেন শিক্ষার্থীরা সে কথাগুলোই ম্যাগাজনে তুলে ধরা হয়েছে।
গ্লোসিবোর্ড এ ছাপা ম্যাগাজিনটির ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল মুহিত, রিদওয়ানুল ইসলাম, মোহাম্মদ শিহাব উদ্দিন। এছাড়া চমৎকার ভাবে কাভার ডিজাইন করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজর ছাত্রী নুসাইবা বিনতে জামান।