1. shahajahanbabu@gmail.com : admin :
প্রেমিকের সঙ্গে বিয়ে সম্পন্ন করলেন মাহি। নিজের আইডিতে বিয়ের ছবি প্রকাশ। - Pundro TV
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন



প্রেমিকের সঙ্গে বিয়ে সম্পন্ন করলেন মাহি। নিজের আইডিতে বিয়ের ছবি প্রকাশ।

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

চলতি বছরের জুন মাসে গুজব ছড়ায়- রাকিব সরকার নামের গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন নায়িকা মাহিয়া মাহি। এরপর থেকেই আলোচনায় এ নায়িকা। শোনা যায় গোপনে রাকিবকে বিয়েও করেছেন তিনি।

ওই সময় পুরো গাজীপুরে এ সম্পর্ক ও বিয়ে নিয়ে আলোচনা হয়। মাহিকে রাকিবের গাড়ি উপহার দেওয়া এবং দুজন মিলে চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যাওয়ারও কথা শোনা গিয়েছিল সে সময়।

তবে এসব নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন মাহি। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। নিজেই ঘোষণা দিয়ে জানালেন, বিয়ে করেছেন সেই রাকিব সরকারকে ।

মাহি ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় কাবিননামায় স্বাক্ষর করার এক ছবি পোস্ট করে জানান, তিনি বিয়ে করেছেন ১৩ সেপ্টেম্বর।

আগের সব খবর গুজব ছিলো দাবি করে মাহি লেখেন, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিলো।

নতুন সংসারের জন্য দোয়াও চান এ নায়িকা।

গত ৬ সেপ্টেম্বর মাহি জানান, ১৩ সেপ্টেম্বরসারপ্রাইজ দেবেন  তিনি । এরপর থেকেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন- দ্বিতীয়বার বিয়ে করেছেন এ অভিনেত্রী! আর এই ঘোষণাটিই ‘সারপ্রাইজ’ হিসেবে দিতে যাচ্ছেন ‘জান্নাত’খ্যাত অভিনেত্রী। যদিও মাহির আগেই ফাঁস হয়ে গিয়েছিল এই ‘সারপ্রাইজ’-এর খবর ।

এর আগে মাহমুদ পারভেজ অপু নামে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন মাহি। চলতি বছরে ডিভোর্স হয় তাদের ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST