1. shahajahanbabu@gmail.com : admin :
পরিবর্তন হতে পারে এইচএসসির পরিক্ষার নাম ও গ্রেডিং পদ্ধতি। - Pundro TV
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন



পরিবর্তন হতে পারে এইচএসসির পরিক্ষার নাম ও গ্রেডিং পদ্ধতি।

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

২০২৩ সাল থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী  এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট  পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার  দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে  এ কথা বলেন তিনি।

তিনি জানান, তৃতীয় শ্রেণি পর্যন্ত নেয়া হবে না বার্ষিক পরীক্ষা । নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী ক্লাস থ্রি পর্যন্ত থাকছেনা কোনো পরীক্ষা । পিইসি পাবলিক পরীক্ষা না। অন্য সমাপনী পরীক্ষার মতোই হবে এই পরীক্ষা   একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে হবে এইচএসসির রেজাল্ট।

ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী দশম শ্রেণি পর্যন্ত থাকবে না বিজ্ঞান-মানবিক ও বাণিজ্য কোনো বিভাগ । পরিবর্তন হতে পরে এইচএসসি পরীক্ষার নামও। একই সাথে গ্রেডিং সিস্টেমেও পরিবর্তনের ইঙ্গিত দেন

দশম শ্রেণি পর্যন্ত সবাইকে পড়তে হবে ১০টি বিষয়ের সবকটি। মাদরাসা ও কারিগরির ক্ষেত্রে তাদের নির্দিষ্ট বিষয়সহ পড়তে হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সনদ সর্বস্ব শিক্ষা নয়, পারদর্শিতাকে নতুন রূপরেখায় জোর দেয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক সব শ্রেণির ক্ষেত্রে এই রূপরেখা বাস্তবায়ণ হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST