নিখোঁজ হওয়ার দীর্ঘ ২৩ বছর পর বাড়ি ফিরেছেন বগুড়া ধুনটের আমেনা বেগম। দীর্ঘ দিন পর বাড়ি ফেরায় তাকে এক নজর দেখতে ভিড় করছেন নিকট স্বজন ও আশপাশের এলাকার মানুষ। আবেগ আপ্লুত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। চলতি বছরের ৩০ মে ৮০ বছর বয়সী আমেনা খাতুনকে নেপালের রাজধানী কাঠামুন্ডু থেকে ৪৫০ কিলোমিটার দূরে সানসুরি জেলার ইনারুয়া পৌরসভা এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার করেন পৌর কর্মীরা।
আমেনা প্রায় ১৫/২০ বছর ধরে ওই এলাকায় বাসাবাড়ি ও রেস্টুরেন্টে শ্রমিকের কাজ করতেন। বয়সবৃদ্ধি ও অসুস্থ্যতায় কাজ না পেয়ে তিনি রাস্তায় কিংবা মার্কেটে অবস্থান করছিলেন। অবশেষে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সোমবার দেশে ফেরেন আমেনা।
১৯৯৮ সালে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ি গ্রামের বাসিন্দা আমেনা খাতুন। স্বামী-সন্তানদের সঙ্গে অভিমান করে বের হয়ে যান বাড়ি থেকে। এরপর থেকে আর কোনো খোঁজ মেলে নি আমেনার। ৫৮ বছর বয়সে নিখোঁজ হওয়া আমেনাকে মৃত-ই ধরে নিয়েছিলেন স্বজনরা। সন্তানদের জাতীয় পরিচয়পত্রেও মাকে মৃত হিসেবেই উল্লেখ করেছেন তারা।