1. shahajahanbabu@gmail.com : admin :
বাগচীর কথা এবং হাবিব মোস্তফা সুরে রাব্বির নতুন গান ‘দাগা - Pundro TV
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন



বাগচীর কথা এবং হাবিব মোস্তফা সুরে রাব্বির নতুন গান ‘দাগা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

কবি ও গীতিকার ড. তপন বাগচীর নতুন গান ‘দাগা’য় কণ্ঠ দিলেন সময়ের জনপ্রিয় শিল্পী কামরুজ্জামান রাব্বি। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত গানটির সুর করেছেন হাবিব মোস্তফা আর সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ।

গীতিকার তপন বাগচী বলেন, ‘ফকির আলমগীর, কিরণচন্দ্র রায়, চন্দনা মজুমদার, আবুবকর সিদ্দিক, সঞ্জয় রায়, কাজী দেলোয়ার হোসেন, অণিমা মুক্তি গমেজ, রাজিয়া মুক্তি, সোমনুর মমিন কোনাল, আব-ই জান্নাতের মতো গুণী শিল্পীদের পাশাপাশি কামরুজ্জামান রাব্বির কণ্ঠে আমার নতুন গান ‘দাগা’ মুক্তি পাওয়ায় আমি গৌরব বোধ করছি।’

তিনি বলেন, ‘রাব্বির মতো গুণী শিল্পীর কণ্ঠের কারণেই গানটি উতরে গেছে। আর সুরকার হাবিব মোস্তফার সুরের কারুকাজও মুগ্ধ হওয়ার মতো। অনুজপ্রতিম অণু মোস্তাফিজের সংগীতায়োজনও সময়োপযোগী। জি-সিরিজের সত্ত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়ার কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ।’

সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘তপন বাগচীর মতো গীতিকবি মনে হয় সুরকারদের প্রতি লক্ষ্য রেখেই বাণীবিন্যাস করেন। তার গানের শব্দের ভেতরেই আমি সুর খুঁজে পাই।’
সংগীতপরিচালক অণু মোস্তাফিজ বলেন, ‘তপনদার লেখা ও হাবিব মোস্তফার সুরে আমি আগেও গান করেছি। কিন্তু এই গান যে কামরুজ্জামান রাব্বির কণ্ঠের জন্যই রচিত।’

ম্যাজিক বাউলিয়ানার মঞ্চ থেকে উঠে আসা কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি বলেন, ‘তপন বাগচী কবি হিসেবে খ্যাতিমান। তিনি চার বার দেশসেরা গীতিকার হওয়ার সম্মান পেয়েছেন। তার মতো গুণী কবির গান গাইতে পেরে আমি ধন্য। এখন শ্রোতাদের ভালো লাগলেই আমার গাওয়া সফল হবে।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST