গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। আজ সকাল ১০টার পর বারডেমের হিমঘর থেকে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ এই বীরমুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। শহীদ মিনারে রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার কফিনে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেয়া হবে। দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। এরপর মরদেহ নেয়া হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে বেলা আড়াইটায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে সাভার গণবিশ্ববিদ্যালয়ে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাকে সমাহিত করা হবে নাকি তার দেহ মেডিকেল কলেজে দান করা হবে সে বিষয়ে আজ পারিবারিক সিদ্ধান্ত জানানো হবে।
গতকাল সংবাদ সম্মেলন করে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাফন ও শ্রদ্ধা নিবেদনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক আলতাফুন নেসা মায়া।
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন। তার ভাই-বোন, ছেলে-মেয়েরা আছেন তারা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা আশা করছি বৃহস্পতিবার জানাজার পর বিষয়টি জানাতে পারবো।