ম্যাচের বেশিরভাগ সময়ই দুই দল সমানতালে লড়লেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। শেষ মুহূর্তে গোল খেয়ে হেরেছে বাংলদেশ।
ম্যাচের ৭৯তম মিনিটর মাথায় ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে ১-০ এ এগিয়ে যায় ভারত। এরপর ৮০তম মিনিটে হলুদ কার্ড দেখেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
পরবর্তীতে মোট সময়ের পরে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও সুনিল ছেত্রী বল জড়ান বাংলাদেশের জালে। এতে ২-০ গোলের ব্যবধানে হার হয় বাংলাদেশের।