1. shahajahanbabu@gmail.com : admin :
গোপনে বিয়ে করলেন মডেল সানাই। ভিডিও - Pundro TV
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন



গোপনে বিয়ে করলেন মডেল সানাই। ভিডিও

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মে, ২০২২

আলোচিত ও সমালোচিত মডেল এবং অভিনেত্রী সুপ্রভা মাহবুব সানাই অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন।

শুক্রবার নীলফামারী শহরের বাবুপাড়া এলাকায় পৈতৃক বাড়িতে সানাইয়ের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে আত্মীয়-স্বজন ও কাছের বন্ধু প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

সানাইয়ের বর আবু সালেহ একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। বরের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে।

২০১৯ সালে এমন খবর প্রকাশ পেয়েছিল। সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই। সেসময় এই অভিনেত্রী নিজেই সে খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন। সে সময় বাগদান হওয়ার কথাও জানিয়েছিলেন। এরপর আর সে বিয়ে নিয়ে কিছু আর শোনা যায়নি। এর তিনবছর পর আবার বিয়ের পিঁড়িতে বসলেন এই অভিনেত্রী।

সানাই মিডিয়ার কাজের চেয়ে অনান্য ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত ছিলেন। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি।

তবে ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায়নি তাকে।

https://www.facebook.com/pundrotvbd/videos/716601722913030

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST