1. shahajahanbabu@gmail.com : admin :
লঙ্কান পেসারদের চাপে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ - Pundro TV
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন



লঙ্কান পেসারদের চাপে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা। ক্রিকেটে ৩ শ ছাড়ানোর নজির এটাই প্রথম। লিটন দাস থেমেছেন ১৪১ রানে। ২৫ রানে ৫ উইকেট হারিয়ে দলের স্কোর বোর্ড থেমেছে ২৭৭ এ। ২য় দিন বাকি ৫ উইকেট হারিয়ে যোগ হয় ৮৮ রান। টানা দুইদিন ব্যাট করে মুশফিক থেমেছে ১৭৫ এ। মুশফিকের চোখ ধাঁধানো ব্যাটিং নৈপুণ্য মন কেড়েছে দর্শকদের। লিটন মুশফিক দলের মান বাঁচানোর দিনে বলা যায় দিনটা মুশফিকময় কেটেছে টাইগার শিবিরে।
তবে টাইগারদের জাবাব দিতে নেমে শ্রীলঙ্কা টক্কর দিচ্ছে সমানে সমানে। মিরপুরের রহস্যময় উইকেটে ব্যাট হাতে ভালোই সামলাচ্ছেন লাঙ্কানরা। ২২২ রান নিয়ে  ৩য় দিন শুরু করে লঙ্কানরা। সংবাদ সম্মেলনে এসে লিটন দাস জানিয়েছেন পেসারদের হাতেই ম্যাচের ভাগ্য। পেসারদের দাপটেই প্রতিপক্ষকে চেপে ধরা যাবে। ২ টি ক্যাচ না ফেললে ম্যাচটা টাইগারদের হাতেই পারতো।
৯ চারে ১৫৫ বলে ৮০ রান করে সাজঘরে ফিরেছেন লঙ্কান কাপ্তান দিমুথ করুনারত্নে। ওশিদা ফার্নান্দোর ক্যাচ ফেলায় সুযোগ কাজে লাগিয়ে থামে ৫৭ রানে।
শ্রীলঙ্কান বলার শুরুতেই সফল টাইগারদের ধরাশায়ী করে। শুরুতে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা ছন্দ হারিয়ে ফেলে। লিটন মুশফিক এসে হাল ধরে খাদের কিনারা থেকে টেনে তুলে দলীয় স্কোরে যোগ করে ৩৬৫ রান।
শ্রীলঙ্কার বলার রাজিথা ২৮.২ বল করে ৬৪ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। তার যোগ্য সঙ্গী হিসেবে ওশিদা ফার্নান্দো ২৬ ওভারে হাত ঘুরিয়ে ৯৩ রান খরচ করে তুলে নেন ৪ উইকেট।
টাইগারদের দেওয়া ৩৬৫ রানের জাবাবে মাঠে নেমে ৪ র্থ দিনে রান স্কোর দাঁড়ায় ৫০৬। টাইগার স্পিন বোলারদের জাদুতে শ্রীলঙ্কার সব উইকেট হারিয়ে দলীয় রান ৫০৬। ।
সাকিব আল হাসান  ৪০ ওভার ১ বল ৯৬ রান দিয়ে উইকেট নিয়েছে ৫। তার যোগ্য সঙ্গ দিয়ে ইবাদত তুলেছে ৪ উইকেট। এ নিয়ে সাকিব ১৯ বার পেলেন ৫ উইকেট।
শ্রীলঙ্কান অলরাউন্ডার এ্যান্জেলো ম্যাথুউস নট আউট থেকে করেছেন ৩৪২ বলে ১৪৫ রান । চান্দিমাল করেছেন ১২৪। শ্রীলঙ্কার ১ম ইনিংসের অল উইকেট হারিয়ে রান থেমেছে ৫০৬ এ।
১৪১ রান পিছিয়ে থেকে শুরু টা একদমই ভালো হয়নি বাংলাদেশের ৩৪ রানে হারিয়েছেন ৪ উইকেট। ০ রানে তামিম ইকবাল আউট। ২ রানে রান আউট নাজমুল হাসান শান্ত। টাইগার কাপ্তান বরাবরের মতো ডাক মেরে ছেড়েছেন মাঠ। একটু থিতু হতেই নেই মাহমুদুল হাসান জয়।
লংঙ্কান পেসারদের হাতেই নাস্তানাবুদ বাংলাদেশ।
দিন শেষে ১০৭ রানে পিছিয়ে থেকে ৫ম দিনের ব্যাট হাতে দাপট দেখাবেন মুশফিক লিটন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST