ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়ান সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এবং লুহানস্কের ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনীর যৌথ টাস্ক ফোর্স বলেছে, দখলদাররা দোনেৎস্ক এবং লুহানস্কের ৪০টিরও বেশি শহরে গোলা নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর প্রকাশ করেছে।
ওই পোস্টে বলা হয়, রাশিয়ান সেনাদের ওই গোলায় ৪৭টি বেসামরিক স্থাপনার ধ্বংস বা ক্ষতি হয়েছে। এর মধ্যে ৩৮টি বাড়ি এবং একটি স্কুল রয়েছে। আর এই গোলাবর্ষণের ফলে পাঁচ বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
গত মাস থেকে রাশিয়া দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ায় মনোযোগ দেয় এবং সেই লক্ষ্যে তাদের সামরিক অভিযান জোরদার করে। রাশিয়া অঞ্চলটিতে হাজার হাজার সেনা পাঠায় এবং তিন দিক থেকে আক্রমণ চালিয়ে সেভেরোডোনেটস্ক এবং লিসিচানস্ক শহরে থাকা ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করে। এখানে ইউক্রেনীয় সেনাদের পতন হলেই লুহানস্ক প্রদেশে রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ আসবে। যেটি ক্রেমলিনের এখনকার সামরিক অভিযানের প্রধান লক্ষ্য।