বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল কাদের মিয়া ২৪ মে অপরাহ্নে জানান, এ উপলক্ষে ৩ জুন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসে ইটজি মিলনায়তনে। সে সভায় গঠন করা হবে ‘উদযাপন কমিটি’। কারণ, পদ্মা সেতু শুধু বিশাল একটি প্রজেক্ট নয়, এটি হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনার পথে শেখ হাসিনার বড় একটি চ্যালেঞ্জের অধ্যায়। নানান ষড়যন্ত্র গুঁড়িয়ে দিয়ে নিজস্ব অর্থায়নে নির্মিত হলো এই সেতু অর্থাৎ বাঙালির বিজয়ের ক্ষেত্রে এটি গোটাবিশ্বে অনন্য এক উদাহরণ হয়ে থাকবে। উন্নয়নের রোল মডেলে এ এক নবঅধায়ের সংযোজন। তাই উদ্বোধনের মুহূর্তটিকে বাঙালি চেতনায় উজ্জীবিত প্রবাসীরাও ভিন্ন এক আমেজে উদযাপন করতে চায়।
কাদের মিয়া বলেন, উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আগে গত এক যুগে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলা নিয়ে আলোচনার পাশাপাশি উন্নয়নের সঙ্গীতও পরিবেশন করা হবে।