পুলিশের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, শনিবার রাতে উত্তর কুইন্সল্যান্ডের টাউন্সভিলের কাছে দুর্ঘটনায় পড়ে সাইমন্ডসের গাড়ি। অবসরের পর ওই এলাকাতেই থাকছিলেন ৪৬ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার।
টাউন্সভিলের পুলিশ বলেছে, স্থানীয় সময় রাত ১১টার পরপর এলিস রিভার ব্রিজ থেকে বাঁদিকে যাওয়ার সময় উল্টে যায় সাইমন্ডসের গাড়ি। উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
তবে কেন এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানতে পারেনি পুলিশ।
১৯৯৮ সালের ১০ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে লাহোরে ওয়ানডে অভিষেক হয় সাইমন্ডসের। তার প্রায় ছয় বছর পর ২০০৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয়
সাইমন্ডস সর্বশেষ টেস্ট খেলেন ২০০৮ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার সর্বশেষ ওয়ানডে ছিল ২০০৯ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে।
২৬ টেস্টে সাইমন্ডসের মোট রান ১৪৬২, শতক দুটি। আর ১৯৮ ওয়ানডেতে ছয়টি শতকসহ ৫০৮৮ রান করেছেন তিনি, নিয়েছেন ১৩৩ উইকেট।