1. shahajahanbabu@gmail.com : admin :
শেষ ৪ বলে ৩ ছক্কায় দলকে জেতালেন রশিদ খান - Pundro TV
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন



শেষ ৪ বলে ৩ ছক্কায় দলকে জেতালেন রশিদ খান

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

আইপিএলে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রশিদ সাত নম্বরে যখন ব্যাটিংয়ে নামেন, ১৯৬ রানের লক্ষ্য তাড়ায় শেষ ৪ ওভারে গুজরাট টাইটান্সের দরকার ছিল ৫৬ রান। রাহুল তেওয়াতিয়ার সঙ্গে রশিদের ২৪ বলে অবিচ্ছিন্ন ৫৯ রানের বিস্ফোরক জুটিতে শেষ বলে গুজরাট জিতে যায় ৫ উইকেটে।

বোলিংয়ে ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকায় ম্যাচের প্রথম ভাগে রশিদ ছিলেন আলোচনায়। ম্যাচ শেষেও আলোচনার কেন্দ্রে তিনি। তবে এবার বীরোচিত ব্যাটিংয়ের জন্য। ১১ বলে ৪ ছক্কায় ৩১ রানের ইনিংসে ব্যবধান গড়ে দেন তিনি। ২১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন তেওয়াতিয়া।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ ২ ওভারে গুজরাটের দরকার ছিল ৩৫ রান। ১৯তম ওভারে থাঙ্গারাসু নাটরাজনকে একটি করে চার-ছক্কা মারেন তেওয়াতিয়া, আসে ১৩ রান।

শেষ ওভারে চাই ২২। দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসেনের প্রথম বলে ছক্কা হাঁকানোর পর সিঙ্গেল নিয়ে ব্যবধান কমান তেওয়াতিয়া। স্ট্রাইকে যান রশিদ। তৃতীয় বল বোলারের মাথার ওপর দিয়ে ছক্কায় ওড়ান তিনি। পরের বলে অবশ্য ব্যাট ছোঁয়াতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST