ঈদের দিন রাত পৌনে ৯টায় এটিএন বাংলায় নাটকটি প্রচার করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্মতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।
সাভারে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকের দৃশ্যধারণ করা হয়েছে।
পরিচালনার পাশাপাশি নাটকের সূচনা সংগীতের সুরও করেছেন হানিফ সংকেত। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় মেহেদীর সংগীতায়োজনে গানটতে কণ্ঠ দিয়েছেন শাহীন ও রিয়াদ।
চঞ্চল ও মম ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, সারিকা সাবরিন, জামিলুর রহমান শাখা, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, শিরিন আলম, তারিক স্বপন, সুজাত শিমুল, নজরুল ইসলাম, হাশিম মাসুদ, সাদিয়া তানজিন, সিলভিয়া কুইয়াসহ আরো অনেকে।