বগুড়ায় বনানীস্থ গাক টাওয়ারে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সহযোগী প্রতিষ্ঠান জি-গ্যালর এর শুভ উদ্বোধন করেন গাক’র প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাক’র উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ সাইদুজ্জামান ও প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (স্যোস্যাল) মোঃ রশিদুল ইসলাম, পরিচালক (এমএফ) পংকজ কুমার, পরিচালক (প্রশাসন ও মনিটরিং) হজকিল মোঃ আবু হাসান সহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শপিংমলে ছোট বড় সবার জন্য রয়েছে বাহারী সব পোশাকের সমাহার। শহরের উপকণ্ঠে বনানী গাক টাওয়ার সংলগ্ন শপিংমলটি গ্রাহকদের দৃষ্টি আকর্ষন করেছে।