সারা রাত স্টুডিওতে কাজ শেষে বাসায় ফেরার পথে সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহার গাড়ির ধাক্কা লাগে আরেকটি গাড়ির সঙ্গে। এতে অন্য গাড়িটি উল্টে যায়। আর ইমন সাহার গাড়ি রাস্তার পাশে বালুতে আটকে যায়। গাড়ির গতিও ছিল কম, তাই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এই শিল্পী। আজ রোববার বাংলাদেশ সময় দুপুরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে খবরটি জানান তিনি।
ইমন সাহা বলেন, ‘“গলুই” ছবির আবহ সংগীতের কাজ নিয়ে গত কয়েক দিন খুব ব্যস্ত ছিলাম। সারা রাত স্টুডিওতে কাজ করে সকালে বাসায় ফেরা হতো। ১৯ এপ্রিল আলট্রামন্ট নামের একটি জায়গায় আমার গাড়িটিকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। হাতের বাহুতে প্রচণ্ড জোরে আঘাত পাই। কাউকে এত দিন জানাতে চাইনি। তবে গাড়ির গতি বেশি থাকলে খারাপ কিছুও ঘটতে পারত। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের লোকজন এসে জড়ো হন। তাঁরা আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করেন। কিন্তু গাড়ি অ্যাকসিডেন্ট করলেও আমার মাথায় তখন একটাই চিন্তা, “গলুই” সিনেমার চূড়ান্ত আবহ সংগীতটা পরিচালককে বুঝিয়ে দিতে হবে। তিনিও ভারতে ছবিটির শেষ মুহূর্তের কাজ করছিলেন। তাই আমি ঠিকঠাক আছি বলে, লিখিত দিয়ে ওখান থেকে চলে আসি।’
কয়েক মাস আগেও একবার গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন ইমন সাহা। ওই সময় গাড়িটির অবস্থা বেশ নড়বড়ে হয়ে যায়। কথায় কথায় ইমন সাহা বলেন, ‘আমার আসলে গাড়িভাগ্যই খারাপ। এ নিয়ে যুক্তরাষ্ট্রে পাঁচবার গাড়ি দুর্ঘটনায় পড়েছি। তবে এটা ঠিক, কোনোবারই আমার কারণে দুর্ঘটনা ঘটেনি। পুলিশ এসেও প্রাথমিক তদন্তে সেই প্রমাণ পেয়েছে।’
এই কয়েক দিন কাজের কারণে চিকিৎসকের কাছে না গেলেও আজ তিনি ঠিকই গিয়েছেন। চিকিৎসকের নির্দেশনা মেনে আগামী কয়েকটা দিন চলতে হবে বলেও জানান ইমন সাহা। এদিকে ইমন সাহার দুর্ঘটনার খবর ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন ‘গলুই’ ছবির পরিচালক এস এ হক অলিকও। তিনি লিখেছেন, ‘একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতপরিচালক ইমন সাহা, আমার বন্ধু মানুষ। আমার আগের দুটি ছবিতে বেশ দক্ষতার সঙ্গে আবহ সংগীত করেছেন এবং প্রশংসিতও হয়েছেন। এবার “গলুই” ছবির আবহ সংগীত করছেন তিনি। গত ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় পড়েন। হাতে-পায়ে মারাত্মক আঘাত পান। আল্লাহর অশেষ রহমতে প্রাণে বেঁচে যান। একদিকে আমি “গলুই”-এর আবহ সংগীত নিয়ে খুবই টেনশনে আছি, অন্যদিকে বন্ধু ইমন সাহাকে নিয়ে টেনশন। ফোনে তাঁকে বারবার বলেছি, ডাক্তারের কাছে যেতে, হাসতে হাসতে বলেছেন,“আগে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শেষ করে আপনাকে পাঠাই, তারপর ডাক্তারের কাছে যাব, ডাক্তার যদি হাতে প্লাস্টার করে দেয়, তখন কাজ করব কীভাবে!” তাঁর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম! গতকাল রাতে “গলুই” ছবির সম্পূর্ণ আবহ সংগীত পাঠিয়ে দিয়ে আজ সকালে ডাক্তারের কাছে গেলেন! আপনার মতো দু-চারজন সিনেমাপাগল মানুষ আছেন বলেই বাংলাদেশের বাংলা চলচ্চিত্র এখনো বেঁচে আছে। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।’
আবহ সংগীতের কাজ করার পাশাপাশি ইমন সাহা ‘গলুই’ চলচ্চিত্রে একাধিক গানের সংগীত পরিচালনাও করেছেন। এরই মধ্যে তাঁর সংগীত পরিচালনায় দুটি গান মুক্তি পেয়েছে। ‘জমবে মেলা’ শিরোনামে গানে কুমার বিশ্বজিৎ ও ‘তুই আমি দুই’ গানে এস আই টুটুল কণ্ঠ দিয়েছেন। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরী।