এর আগে মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ভূমিকায় অভিনয় করে হুমা কুরেশি সবাইকে চমকে দিয়েছিলেন। এবার তিনি ভারতের প্রথম ‘হোম শেফ’ তরলা দলালের ভূমিকায় আসছেন হুমা।
প্রযোজক রনি স্ক্রুওয়ালা, অশ্বিনী আইয়ার তিওয়ারি আর নিতীশ তিওয়ারি ভারতের খ্যাতনামা হোম শেফ তরলা দলালের ওপর ছবি বানাচ্ছেন। ছবিটি পরিচালনা করছেন পরিচালক পীযুষ গুপ্তা। তরলার জীবনের ওপর নির্মিত এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি হুমা। তিনি এই ছবির হাত ধরে ছোটবেলায় পৌঁছে গেছেন বলে জানিয়েছেন।
‘তরলা’ ছবির প্রসঙ্গে হুমা বলেছেন, ‘তরলা দলাল আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছেন। আমার মায়ের রান্নাঘরে তরলার লেখা রান্নার এক বই সব সময় থাকত। মা সেই বই দেখে আমাকে টিফিনের জন্য হরেক রকম খাবার রান্না করে দিতেন। এ সম্পর্কে আরেকটা কথাও আমার স্পষ্ট মনে আছে। মা একবার তরলার আম–আইসক্রিমের রেসিপি বানাচ্ছিলেন। আর আমি তখন মাকে এ ব্যাপারে সাহায্য করেছিলাম। এই ভূমিকায় অভিনয়ের মাধ্যমে আমি আমার ছোটবেলার সুন্দর স্মৃতিগুলো আবার স্পর্শ করতে পারলাম। আর তাই আমি রণি, নিতীন আর অশ্বিনীর কাছে কৃতজ্ঞ। এই প্রেরণাদায়ী চরিত্রে অভিনয় করার জন্য আমার প্রতি তাঁরা আস্থা রেখেছেন, এটা অনেক বড় ব্যাপার।’