হৃদরোগে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। শনিবার সন্ধ্যায় প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে নিজেই রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে যান তিনি। চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন হার্ট অ্যাটাক হয়েছে। আরও পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়েছে।
‘বৃষ্টি ঝরে যায় দুচোখে সখী গোপনে’, ‘দূরে কোথাও আছি বসে’সহ অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী গণমাধ্যমকে জানান, ‘হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করি। বাসায় কেউ ছিল না। আমার পরিবারের সবাই ঈদ করতে গ্রামে গেছে। নিজেই হাসপাতালে গিয়েছি। ঈদের পর বাইপাস করাতে হবে।’
তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরু করায় তৌসিফ এখন কিছুটা সুস্থতা অনুভব করছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আলোচনার বাইরে রয়েছেন এই গায়ক। তবে এবার ঈদে পাঁচ বছর পর তার নতুন গান ‘ভালোবাসো কি না’ মুক্তি পাওয়ার কথা।