আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাই স্কুলে রকেট হামলা হয়েছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকটি শিশুও। আফগানিস্তানের নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, তিনটি রকেট আঘাত হানে ওই স্কুলটিকে। যে এলাকায় এই হামলা হয়েছে তা শিয়া অধ্যুষিত। দেশটিতে প্রায়ই শিয়াদের টার্গেট করে হামলা চালায় জঙ্গি গোষ্ঠীরা। কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেন, স্কুলে তিনটি মিসাইল হামলা হয়েছে। আমাদের শিয়া নাগরিকরা আক্রান্ত হয়েছেন।
এতে ৬ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে।
এখনো এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। গত বছর ক্ষমতায় আসার পর তালেবান আফগানিস্তানকে নিরাপদ করার ঘোষণা দেয়। তারা একাধিকবার দাবি করে যে, আফগানিস্তান এখন নিরাপদ দেশে পরিণত হয়েছে। কিন্তু আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা এর সঙ্গে একমত নন। তারা বলছেন, আফগানিস্তানে এখনও সন্ত্রাসের উত্থান হওয়ার ঝুঁকি রয়ে গেছে। এছাড়া কিছু দিন পরপরই বিভিন্ন সন্ত্রাসী হামলার দায় স্বীকার করছে ইসলামিক স্টেট।