সিএনএনের এক প্রতিবেদনে রামিরোর সিনেমা দেখায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার কথা জানানো হয়।
এর আগে ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ১৯১ বার দেখে রেকর্ড গড়েছিলেন রামিরো; কিন্তু ২০২১ সালে আর্নড ক্লেইন ‘কেমেলট: ফার্স্ট ইনস্টলেশন’ ২০৪ বার দেখে নতুন রেকর্ড গড়েন।
এখন ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ ২৯২ বার দেখে রেকর্ডটি আবার নিজের করে নেন রামিরো।
সিএনএন জানিয়েছে, নতুন রেকর্ড গড়তে এই ব্যক্তি ৩০ দিনে মোট ৭২০ মিনিট পর্দার সামনে বসেছিলেন। আর টিকেট কিনতে তার ব্যয় হয়েছিল ৩ হাজার ৪০০ ডলার।
নিজের এই অর্জন রামিরো উৎসর্গ করেছেন তার প্রয়াত দাদি জুয়ানিকে। তিনি বলেছেন, “তিনি ছিলেন আমার এক নম্বর সাপোর্টার, যখন আমি রেকর্ড বুকে এক নম্বর হতে চাইতাম।”
টম হলান্ডের স্পাইডারম্যান হয়ে আসা নতুন সিনেমাটি ইতোমধ্যে বিশ্বজুড়ে একশ কোটি ডলার আয় করেছে।