গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এবারের আসরে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি; এটি আমার জন্য অনেক বড় ঘটনা। আমি জীবনেও ভাবিনি এরকম একটি জায়গায় অংশ নেব।
“ইনস্টাগ্রামে স্ক্রল করতে গিয়ে হঠাৎ মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। শর্তের মধ্যে দেখলাম, অংশগ্রহণের জন্য যা যা দরকার, সবই আমার মধ্যে আছে। তখন চিন্তা করলাম, আমিও তো অংশ নিতে পারি। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে ই-মেইলে জানিয়েছেন আয়োজকরা।”
বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, কম্বোডিয়া, মেক্সিকোসহ বিশ্বের ৩০ দেশের প্রতিযোগী এবারের আসরে অংশ নেবে।
এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মুনজারিন মাহবুব অবণী।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ‘গল্পওয়ালা’ নামে এক ঘণ্টার নাটকে অভিনয় করেন পিয়া; বিপরীতে ছিলেন মোশাররফ করিম।