হিরো আলম যেমন বিভিন্ন কারণে ভাইরাল হয়েছেন, তেমনি ভুবন বাদ্যকর ‘কাঁচা বাদাম’ গান গেয়ে ভাইরাল হন। অন্যদিকে রানু মন্ডল রেল লাইনে গান গেয়ে আলোচনায় উঠে আসেন। হিরো আলম কলকাতায় গিয়ে ভুবন বাদ্যকরের সঙ্গে একটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন। এবার রানু মন্ডলের সঙ্গে গাইলেন হিরো আলম।
‘তুমি ছাড়া আমি’ শিরোনামে এ গানের কথা লিখেছেন নজরুল কবির। সুর করেছেন এফ এ প্রীতম। সংগীতায়োজন করেছেন ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন। রেকর্ডিং করেছেন দেব ও নৃপাংশু শেখর।
শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কলকাতার লেকসিটির একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। গানের ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।
রাণু মন্ডলের সঙ্গে গাওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘রানু দিদির কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশমিয়া এসেছিলেন। তাকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। তার সঙ্গে গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
https://www.facebook.com/pundrotvbd/videos/348394304012598