জয়পুরহাটের কালাই পৌরশহরের থুপসাড়া মহল্লায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে থুপসাড়া মহল্লায় এ ঘটনায় ঘটেছে। শনিবার রাতে এ ঘটনা জানার পর ওই শিশুর বাবা বাদী হয়ে কালাই থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই আবুল হোসেন মণ্ডল (৭৪) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার বৃদ্ধ আবুল হোসেন মণ্ডল থুপসাড়া মহল্লার মৃত আব্দুল জোব্বার মণ্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় ওই শিশুটি আবুল হোসেন মণ্ডলের দোকানে বিস্কুট নিতে যায়। এ সময় বৃদ্ধ ওই শিশুকে তার দোকানের ভেতর ডেকে নিয়ে ধর্ষণ করে। পরের দিন শনিবার দুপুরে শিশুটি তার মা-বাবাকে এ ঘটনা বলে। রাতেই শিশুর বাবা বাদী হয়ে বৃদ্ধ আবুল হোসেনকে আসামি করে মামলা করলে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত বৃদ্ধের ছেলে বাবলু হোসেন মণ্ডল বলেন, ‘এ ঘটনা সত্য না। পারিবারিক দ্বন্দ্বের জেরে আমার বাবাকে ফাঁসানো হয়েছে।’
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুঈনদ্দীন ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।