পাকিস্তানের জাতীয় সংসদে অনাস্থা ভোটে আজ শনিবার ভাগ্য নির্ধারিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের। তিনি তার বিরুদ্ধে বিরোধীদের আনীত এ অনাস্থা প্রস্তাবকে ‘বিদেশি ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন। এর আগে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ভারতের প্রশংসা করেন ইমরান খান। তিনি বলেন, ভারতের বিদেশ নীতিতে হস্তক্ষেপ করার সাহস পশ্চিমাদের নেই।
ইমরানের এই বক্তব্যের পর তার সমালোচনা করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ। তিনি বলেছেন, ভারতকে ভালোবাসলে পাকিস্তান ছেড়ে সেখানে ইমরান খানের চলে যাওয়া উচিত।
ইমরানকে উদ্দেশ্য করে টুইটারে মরিয়াম লিখেছেন, ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কা দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা ব্যক্তিটিকে গিয়ে কারও বলা উচিত তাকে তার দল বহিষ্কার করছে, অন্য কেউ নয়। এতই যদি ভারতকে ভালোবাসেন তাহলে পাকিস্তানের জীবন ছেড়ে সেখানে চলে গেলেই হয়।