তাকে সতর্ক করে ডনাল্ড লু বলেছেন- যদি জাতীয় পরিষদে বিরোধীদের উত্থাপিত অনাস্থা প্রস্তাবে টিকে যান প্রধানমন্ত্রী ইমরান, তাহলে এর ফল ভাল হবে না।
এ বিষয়ে জাতীয় নিরাপত্তা কমিটি সিদ্ধান্ত অনুযায়ী কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই বার্তা দেয়া হয়েছে বলে সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে। পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) হলো সামরিক-বেসামরিক একটি ফোরাম। তারা যুক্তরাষ্ট্রের এ বক্তব্যের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই মিটিং সম্পর্কে প্রধানমন্ত্রীর অফিস থেকে যে বিবৃতি দেয়া হয়েছে, তাতে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। তবে ইমরান খান আকারে ইঙ্গিতে যা বুঝিয়েছেন, তাতে ওই দেশটি যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কেউ নয়। ওই বার্তায় যে ভাষা ব্যবহার করেছেন ‘বিদেশি কর্মকর্তারা’ তাকে এনএসসি অকূটনৈতিক বলে বর্ণনা করেছেন। এনএসসির বিবৃতিতে বলা হয়েছে, এই বার্তাকে এনএসসি পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ হিসেবে মনে করে এবং এমন পদক্ষেপ যেকোনো পরিস্থিতিতে অগ্রহণযোগ্য বলে জোর দিয়ে বলা হয়েছে।