সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ৩০তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৯ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এই সময়ে ইউক্রেনে বেশ কয়েকবার মিসাইল হামলার দাবি করেছে রাশিয়া। এমনকি হাইপারসোনিক মিসাইল নিক্ষেপের দাবি করেছে রুশ বাহিনী।
এদিকে, ইউক্রেনকে লক্ষ্য করে ছোঁড়া রাশিয়ার ৬০ শতাংশ মিসাইল ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা।
আন্তর্জাতিক গণমাধ্যম ‘রয়টার্স’ এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’।
ব্যর্থ বলতে- উৎক্ষেপণে অক্ষমতা কিংবা অবিস্ফোরণ যেকোনওটি হতে পারে।
তবে প্রতিবেদনে দাবি করা ব্যর্থতার এই হার কোনও গণমাধ্যম কর্তৃক যাচাই করা হয়নি।
যুক্তরাষ্ট্রের মতে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া অন্তত এক হাজার ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এর মধ্যে কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কিংবা সফলভাবে বিস্ফোরণ ঘটেছে সে ব্যাপারে তারা কিছুই জানায়নি।
এদিকে, এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ করা হলেও রাশিয়া কোনও সাড়া দেয়নি। সূত্র: বিবিসি, রয়টার্স