স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে সাতদিন ব্যপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে শহরের আলতাফুননেছা খেলার মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলা উপলক্ষে সকালে শহরে এক বর্ণাঢ্য এক র্যালী বের করা হয়। পরে মেলা প্রঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো: জিয়াউল হক,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন।
মেলায় আসা প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও সেবা প্রদানের বিষয়গুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরছেন। বিশেষ করে কৃষি বিভাগের আয়োজনে দেয়া স্টল ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন গাক এর স্টলে দর্শনার্থীদের ভীড় লক্ষ করা গেছে।
মেলায় সরকারি বে-সরকারি উন্নয়ন মূলক ৮৪ টি প্রতিষ্ঠান তাদের পণ্যের স্টল দিয়েছে। আগামী সাত দিন এ মেলা চলবে ।
https://www.facebook.com/watch?v=332625568833166