এক তরুণী থানায় জিডি করেছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক রহমান ফারহানের বিরুদ্ধে ৷ তরুণীকে অত্যাচার ও হুমকির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে করেছেন ও-ই তরুণী৷
নাম প্রকাশ না করার শর্তে ও-ই তরুণীর অভিযোগ করে, ফারহানের সঙ্গে তার ৫ বছরের প্রেম ছিল। সম্পর্কে থাকাকালীন তাকে বিভিন্নভাবে অত্যাচার করতেন এ অভিনেতা। এমনকি মে০রে ফেলার হুমকিও দিয়েছেন অনেকবার।
একটা সময় আলাদা হয়ে যান তারা৷ সর্বশেষ গতকালবৃহস্পতিবার (২৭ মে) তার পুরো পরিবারকে ধ্বংস করার হুমকি দেন অভিনেতা।
সেই তরুণী আজ দুপুর ১টায় সংবাদমাধ্যমকে বলেন, ‘ফারহান আমাকে ফোন করে নানাভাবে হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি করে। এখন আর ওর ফোন ধরি না৷ সে বলে বেড়াচ্ছে আমি নাকি তার টাকা মেরে দিয়েছি। এগুলো সে আমাকে হেয় করতে করে যাচ্ছে। বাধ্য হয়ে থানায় জিডি করেছি।’
এদিকে গণমাধ্যমে এ জিডির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাহেরা খানম।
তবে এই প্রসঙ্গে ফারহানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।