ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের তৃতীয় রাতে কিয়েভের ৪০ কিলোমিটারের মতো দক্ষিণে ভাসিলকিভে একটি তেলের ডিপোতে আগুন দেখা যাওয়ার পর কর্তৃপক্ষ রাজধানীবাসীকে বিষাক্ত ধোঁয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলেছে।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ডিপোটিতে আগুন ধরেছে বলে মনে করা হচ্ছে।
জ্বলতে থাকা ডিপো থেকে ধোঁয়া ও বিষাক্ত কিছু উদগীরণ হতে পারে এবং বাতাস তা রাজধানীতে নিয়ে যেতে পারে জানিয়ে কিয়েভের বাসিন্দাদেরকে ঘরের জানালা শক্ত করে বন্ধ রাখতে বলেছে কর্তৃপক্ষ।
রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেইনের এ রাজধানীর অনেক বাসিন্দাই বেজমেন্ট বা মাটির নিচের ঘরে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অনলাইনে পোস্ট হওয়া ভিডিওতে তেলের ডিপো বলে মনে হওয়া কোনো জায়গা থেকে ব্যাপক পরিমাণ ধোঁয়া উপরের দিকে উঠতে দেখা যাচ্ছে।
রোববার দিবাগত রাতে কিয়েভে খুব বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে পশ্চিম কিয়েভে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সিএনএন।
ইউক্রেইনে রুশ হামলা শুরুর পর এখন পর্যন্ত এত কমবয়সী আর কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
কিয়েভে সংঘর্ষে আরও অনেকে আহত হয়েছে বলেও ওকমাৎডিত হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।
এদিকে, ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের পর বিশ্ব বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২০১৪ সালের পর প্রথমবারের মত ১০০ ডলার ছাড়িয়েছে।
সৌদি আরবের পর সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করে রাশিয়া। সেইসঙ্গে বিশ্বে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস রাশিয়াতেই উত্তোলন করা হয়। আর ওই গাসের ওপর ইউরোপ অনেকটা নির্ভরশীল।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই চাপের মধ্যে ছিল বৈশ্বিক জ্বালানি বাজার। সংকট কাটিয়ে উঠতে চাহিদার সঙ্গে যোগান দেওয়া সম্ভব হচ্ছিল না।
https://www.facebook.com/pundrotvbd/videos/4902032759890188