ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত সৌদি বিমানবন্দরে হাউছিদের ড্রোন হামলায় বাংলাদেশী সহ ১২ ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার সৌদি সেনারা হাউছিদের একটি ড্রোন ধ্বংস করলে তার ধ্বংসাবশেষের আঘাতে ওই ১২ ব্যক্তি আহত হন। সৌদি কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে the ডন।
ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর আভায় হাউছিদের ড্রোনটি হামলা করতে এলে তা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। ওই ড্রোনের ধ্বংসাবশেষ গুলো তখন মাটিতে পড়ে। এর আগেও হাউছিরা এ সৌদি বিমানবন্দরে হামলা করেছে। হাউছিরা এ ড্রোন হামলার দায় স্বীকার করেছে।