1. shahajahanbabu@gmail.com : admin :
পাকিস্তানি সিরিয়ালে রবীন্দ্রনাথের গান! (ভিডিও) - Pundro TV
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন



পাকিস্তানি সিরিয়ালে রবীন্দ্রনাথের গান! (ভিডিও)

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১

সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সোফায় বসে আছে চারজন। তাদেরমধ্যে একজন গেয়ে উঠল ‘আমার পরান যাহা চায়’। বাকিরা মুগ্ধ হয়ে শুনছে তার গান।

এ দৃশ্যটি মূলত পাকিস্তানের ‘দিল কেয়া করে’ সিরিয়াল থেকে নেয়া। সিরিয়ালটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফিরোজ খান এবং যুম্মা জাইদি। মেহরীন জব্বার পরিচালিত এ সিরিয়ালটির প্রচার শুরু হয়েছিল ২০১৯ সালে। প্রচারের পর থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে সিরিয়ালটি।

‘দিল কেয়া করে’ সিরিয়ালটিতে আরমান, সাদী ও আইমানের ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েনের গল্প তুলে ধরা হয়েছে।

এদিকে পাকিস্তানি সিরিয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে নেট দুনিয়ায় কয়েকদিন ধরে বেশ আলোচনা চলছে। এতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।

এ বিষয়ে অজয় দাশগুপ্ত নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘রবীন্দ্রসঙ্গীত কোনো সীমানার সীমাবদ্ধতা মানে না।’

অন্যদিকে দেবযানী গোস্বামী নামের একজন লিখেছেন, ‘অসাধারণ গেয়েছেন। রবীন্দ্রসংগীত যেমন গাওয়া হয় ঠিক তেমন, পারফেক্ট মনে হলো। অনেক অনেক ভালোবাসা।’

প্রসঙ্গত, সিরিয়ালের এই দৃশ্যটি প্রায় দুই বছর আগের। সম্প্রতি দৃশ্যটি নজরে এসেছে। সিরিয়ালটির পরিচালক মেহরীন জব্বার সাদাকালো একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘শর্বরী দেশপাণ্ডে গানটি গেয়েছিলেন।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST