মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১০ জন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রায়টার্সের খবরে বলা হয়, শনিবার জেলিস্কো রাজ্যে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে দুজন শিশু। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।
ওই রাজ্যের জরুরি সহায়তা বিভাগ এক টুইটে জানিয়েছে, দুর্ঘটনার পর উল্টে যাওয়া ভ্যানের ভেতরে আটকা পড়েছিলেন আরোহীদের ৭ জন।
জরুরি সহায়তা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, কালো রঙের বড় একটি ভ্যান মহাসড়কের পাশে একটি গর্তের মধ্যে কাত হয়ে পড়ে আছে। গাড়ির উইন্ডশিল্ড চুরমার হয়ে গেছে।
লাগোস দে মোরেনো শহরের কাছে যে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি কেন্দ্রীয় রাজ্য গুয়ানাজুয়াতোর সঙ্গে জালিস্কোকে যুক্ত করেছে।
বছরের এই সময়ে ক্যাথলিক তীর্থযাত্রীরা কাছের সান হুয়ান দে লুস লাগোসের একটি মন্দির দর্শনে যান।
https://www.facebook.com/pundrotvbd/videos/1299857597160967