1. shahajahanbabu@gmail.com : admin :
পানির ট্যাংকিতে মিলল কোটি টাকা ও স্বর্ণ! - Pundro TV
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন



পানির ট্যাংকিতে মিলল কোটি টাকা ও স্বর্ণ!

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

এক ব্যবসায়ীর বাড়িতে ৩৯ ঘণ্টা তল্লাশি চালিয়ে ৮ কোটি টাকাসহ তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে আয়কর বিভাগ।

ভারতের মধ্যপ্রদেশের দামোহ জেলার ব্যবসায়ী শঙ্কর রাইয়ের বাড়িতে এই অভিযান চালানো হয়।

এই টাকা উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় আয়কর দপ্তরের কর্মকর্তাদের। মাটির নিচে একটি পানির ট্যাংক থেকে উদ্ধার হয় এক কোটি টাকা। ব্যাগের মধ্যে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। এ ছাড়া প্রায় তিন কেজির মতো সোনা উদ্ধার হয়েছে, যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

আয়কর দপ্তরের জব্বলপুর বিভাগের যুগ্ম কমিশনার মুনমুন শর্মার বরাত দিয়ে এনডিটিভি জানায়, রাই পরিবারের বাড়ি থেকে আট কোটি টাকা উদ্ধার হয়েছে। মাটির নিচে একটি পানির ট্যাংক থেকে উদ্ধার হয় এক কোটি টাকা। ব্যাগের মধ্যে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। এ ছাড়া প্রায় তিন কেজির মতো সোনা উদ্ধার হয়েছে, যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

আয়কর বিভাগের এই তল্লাশি চালানোর ভিডিও নেটমাধ্যমে চলে এসেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, সংস্থার কর্মী হেয়ার ড্রায়ার দিয়ে টাকা শুকোচ্ছেন। একজন আবার ইস্ত্রি করে টাকা সমান করছেন।

আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী শঙ্কর রাই দামোহ নগর পৌরসভার একজন জনপ্রতিনিধি। তিনি কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন। অন্যদিকে তার ভাই কমল রাই পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন।

এর সপ্তাহ দুয়েক আগে কানপুরের ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি তল্লাশি চালিয়ে ১৯৭ কোটি টাকা উদ্ধার করেছিল

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST