অস্ট্রেলিয়া ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। কিন্তু গাজায় চলমান যুদ্ধ দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি করেছে। বিশেষ করে গাজা উপত্যকায় গণহত্যা নিয়ে আগের চেয়ে বেশি সোচ্চার হচ্ছে বিশ্ব। সেই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়াও। সম্প্রতি তারই এক ঝলক দেখাও মিলল।
গেল বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার অনেক এলাকা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। উদ্বাস্তু হয়েছে লাখ লাখ মানুষ। তারপরও থেমে নেই ইসরায়েলি অভিযান। প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দুই মাস আগে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেছিলেন ওমের বার্গার ও এল্লা বার্গার নামের দুই ইসরায়েলি সেনা। পরিবারের অন্য সদস্যের ভিসা প্রক্রিয়াকরণ করা হলেও এই দুজনকে ১৩ পৃষ্ঠার একটি নথি পূরণ করতে বলা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর অংশ হিসেবে কী ধরনের নির্যাতনে অংশ নিয়েছেন? যুদ্ধাপরাধ বা গণহত্যায় অংশ নিয়েছেন কিনা তারা?
অস্ট্রেলিয়া বলছে, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ ধরনের ফরম পূরণ করতে বলা হয়েছে।