একটি নাটকে ফারিণের ক্যামিও ছিল আমার সঙ্গে। তবে একসঙ্গে কাজের বিষয়টি আমাদের হাতে থাকে না। নির্মাতা যদি আমাদের দুজনকে নিয়ে কখনো কাজ করার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই করব। তার অভিনয় আমার সবসময়ই ভালো লাগে।’ফারিণ বরাবরই মেহজাবীনের কাজের ভক্ত। তার নতুন সিনেমা ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে এ অভিনেত্রী হলে গিয়ে দেখবেন বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া দুজনের বেশ কিছু বিষয়ের মিলও রয়েছে। এ নিয়ে গণমাধ্যমকে ফারিণ বলেন, “মেহজাবীন আপুর সঙ্গে আমার বন্ধুর মতো সম্পর্ক। আমাদের দুজনের একটি জায়গায় অনেক মিল রয়েছে। সেটি হচ্ছে, আমাদের দুজনেরই মানসিকতার সুন্দর মিল রয়েছে, যা বুঝতে পেরেছি তার সঙ্গে ট্যুরে গিয়ে। ট্যুরে আমরা দুজন কোনো কিছু আলাদা আলাদা করার প্ল্যান করতাম। এরপর প্ল্যান নিয়ে যখন গ্রুপ মিটিং করতাম, তখন দেখতাম দুজন একই প্ল্যান করেছি। এ ছাড়া আমি তার কাজের ভক্ত। ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে হলে গিয়ে দেখব। এ ছাড়া আমাদের একসঙ্গে এখনো কাজ করা হয়নি, সুযোগ এলে অবশ্যই কাজ করব।”
মেহজাবীন বর্তমানে তার ‘প্রিয় মালতী’ সিনেমার ইন্টারন্যাশনাল ট্যুর নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর ফারিণের হাতে রয়েছে নির্মাতা কাজল আরেফিনের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে তার বিপরীতে অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব। এর শুটিংয়ে আজ থেকে বরিশালে যুক্ত হচ্ছেন ফারিণ। ওয়েব ফিল্মটি ২০২৫ সালের ভালোবাসা দিবসে প্রচার হবে।