1. shahajahanbabu@gmail.com : admin :
দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না বার্সা - Pundro TV
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন



দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না বার্সা

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

২-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। সেল্টা ভিগোর মাঠে আর ১০টা মিনিট কাটিয়ে দিতে পারলেই তিনটে পয়েন্ট হাতে লাগত দলটার। তবে ঠিক সেই সময় লাল কার্ড খেলার মোড় বদলে দিল। এরপরও দুই মিনিটে দুই গোল হজম করে সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সা।

রাফিনিয়া ও রবার্ট লেভানডোভস্কির গোলে বার্সা শক্ত অবস্থানে ছিল। ১৫ মিনিটে রাফিনিয়ার গোল বার্সাকে এগিয়ে দেয়। বিরতিতেও ওই গোলে এগিয়ে থেকেই গিয়েছিল দলটা। এরপর ৬১ মিনিটে রবার্ট লেভান্ডভস্কি গোল করলেন, তখন বার্সার জয়টাকে খুব সম্ভব বলেই মনে হচ্ছিল।

তবে ৮২তম মিনিটে মার্ক কাসাডোর লাল কার্ডে খেলার রঙ বদলে যায়। সেল্টা ঘুরে দাঁড়িয়ে একটি মূল্যবান পয়েন্ট ছিনিয়ে নেয়। ৮৪ মিনিটে জুলস কুন্দের ভুলে আলফোনসো গঞ্জালেজ প্রথম গোল করেন। আর দুই মিনিট পর হুগো আলভারেজ ম্যাচে সমতা ফেরান।

বার্সেলোনা এই মৌসুমে ১১টি লিগ ম্যাচ জিতলেও লামিন ইয়ামাল ছাড়া এটি তাদের তৃতীয়বার পয়েন্ট হারানোর ঘটনা। ইনজুরিতে থাকা ১৭ বছর বয়সী এই তরুণ উইঙ্গারের অভাব অনুভূত হয় বলে মন্তব্য করেন ফ্লিক।

বার্সা বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে লিগের শীর্ষে রয়েছে। রিয়াল মাদ্রিদ রোববার তাদের ম্যাচ খেলবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST