1. shahajahanbabu@gmail.com : admin :
লেবাননের যুদ্ধবিরতিতে ইরানের সমর্থনের সিদ্ধান্ত - Pundro TV
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন



লেবাননের যুদ্ধবিরতিতে ইরানের সমর্থনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির যেকোনো সিদ্ধান্তে লেবাননকে সমর্থন দেবে ইরান। শুক্রবার (১৫ নভেম্বর) বৈরত সফরে গিয়ে এ মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলি লারিজানি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলী লারিজানি সম্প্রতি বৈরুত সফর করেন। সফরকালে তেহরানের পক্ষ থেকে এ সংঘাত থামানোর ইঙ্গিত দেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
ইরান সমর্থিত হিজবুল্লাহর পক্ষ থেকে নাবিহ বেরিরকে ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য সমর্থন দেয়া হয়েছে। এ খসড়া প্রস্তাবটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুক্তরাষ্ট্রের দেয়া প্রথম লিখিত প্রস্তাব। যদিও ওই প্রস্তাবে কী আছে, তার বিস্তারিত এখনো জানা যায়নি।

বেরির সঙ্গে সাক্ষাতের পর লারিজানি বলেন, লেবাননের স্পিকার তাকে খসড়া প্রস্তাব সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তিনি বাগড়া দিতে আসেননি। তিনি বরং লেবাননের সিদ্ধান্তে সমর্থন দেবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST