1. shahajahanbabu@gmail.com : admin :
১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কর্তৃক স্বশস্ত্র বাহিনী দিবস উদযাপন - Pundro TV
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন



১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কর্তৃক স্বশস্ত্র বাহিনী দিবস উদযাপন

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২১ নভেম্বর, ২০২১

২১ নবেম্বর রবিবার বগুড়া সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস বিশেষ তাৎপর্যতায় পালিত হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং মিত্র বাহিনীর সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ সেনাদের সম্মিলিত আক্রমণ রচনা করার ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের মাতৃভূমি স্বাধীনতা লাভ করে। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে দিনভর বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়।

এর মধ্যে মসজিদে ফজরের নামাজের পর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত আয়োজন, সেনাবাহিনী পরিচালিত সকল স্কুল-কলেজে রচনা প্রতিযোগিতার আয়োজন এবং বিকেলে সেনানিবাসে অত্র এরিয়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যগণ, গন্যমান্য ব্যক্তিদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি আগত সকল অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান। এছাড়াও বগুড়া এরিয়ার অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST