1. shahajahanbabu@gmail.com : admin :
আ. লীগ মাঠে নামলে কী হবে জানালেন আসিফ - Pundro TV
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:২৯ অপরাহ্ন



আ. লীগ মাঠে নামলে কী হবে জানালেন আসিফ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলো আওয়ামী লীগ। এবার ‌‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। আগামীকাল রবিবার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়।

আজ শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ ডাক দেওয়া হয়েছে।

এর পাশাপাশি একটি পোস্টারের ছবিও শেয়ার করা হয়েছে।তাতে লেখা হয়েছে, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। ফেসবুকের ওই পোস্টে লেখা হয়েছে, ‘১০ নভেম্বর আসুন- নূর হোসেন চত্বরে। জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকা।

আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে। অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন।’
এদিকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উপদেষ্টা বলেন, ‘গণহত্যাকারী / নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি পালন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST