1. shahajahanbabu@gmail.com : admin :
বিশ্ব ইজতেমা প্রথম পর্ব ৩১ জানুয়ারি-২ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব ৭–৯ ফেব্রুয়ারি - Pundro TV
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন



বিশ্ব ইজতেমা প্রথম পর্ব ৩১ জানুয়ারি-২ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব ৭–৯ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে। এর মধ্যে প্রথম পর্ব হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

উপদেষ্টা আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্য প্রাসঙ্গিক বিষয়ে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

উপদেষ্টা বলেন, আগের ধারাবাহিকতায় বিশ্ব ইজতেমার জন্য দুইটি স্লট নির্ধারণ করা হয়েছে। তাবলীগ জামায়াতের আলেমদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রয়োজনে তাঁদের সঙ্গে আবার আলোচনা হবে। আলেমদের মধ্যে কোনো বিভেদ চাই না।

বৈঠকে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ্ সচিব মোহাম্মদ আবদুল মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST