এক্স ক্যাডেটদের সংগঠন বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন( বেকা )বগুড়া জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে শহরের কলোনী রেইবো কমিউনিটি হসপিটাল অডিটরিয়ামে এর আয়োজন করা হয়। সংগঠটির সভাপতি আমিরুজ্জান পিন্টু অনুষ্ঠানে সভাপত্বি করেন। এসময় তিনি অনুষ্ঠানে আশা এক্স ক্যাডেটদের ফুলদিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং তিন সদস্যের উপদেষ্টা কমিটির সদস্যদের পরিচয়করে দেন। পাশা পাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সভাপতি আমিরুজ্জান পিন্টু ।
উল্লেখ্য গত ২৮ আগষ্ট ২০২১ হতে দুই বছরের জন্য ১৫ সদস্যের বিশিষ্ট বগুড়া জেলা কমিটি ও তিন সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি ।