মাদক মামলায় গ্রেফতার তারকা অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের একের পর এক বাতিল হচ্ছে জামিন আবেদন । মুম্বাইয়ের বিশেষ আদালতের পর হাইকোর্টও নাকচ করেছেন তার জামিন । এরই মধ্যে আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নিয়ে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য ।
শাহরুখপুত্রের বিরুদ্ধে সাক্ষী জোগাড় করতে মরিয়া এনসিবি। আরিয়ানকে কে বা কারা মাদক সাপ্লাই করত তা জানার জন্য একের পর এক ব্যক্তিকে তলব করে চলেছে এনসিবি। এমনকি গ্রেফতারও করেছে বেশ কয়েকজনকে। কিন্তু এখনও অবধি সেভাবে কাউকেই আরিয়ানের বিরুদ্ধে সাক্ষী হিসাবে পেশ করতে পারেনি এনসিবি।
এবার এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মাদক মামলার এক প্রত্যক্ষদর্শী। তিনি দাবি করেন আরিয়ানের বিরুদ্ধে কথা বলার জন্য কোটি কোটি টাকা অফার করা হচ্ছে তাকে ।
আরিয়ান খানকে আটক করার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এক ব্যক্তির সঙ্গে আরিয়ানের সেলফি। প্রথমে সবাই ভাবে এনসিবির আধিকারিক ওই ব্যক্তি, কিন্তু পরবর্তীকালে জানা যায় ওই ব্যক্তি এনসিবির কেউ নন। তার নাম কিরণ পি গোসাভি। এ ঘটনার পর থেকেই পলাতক কিরণ পি গোসাভি। এনসিবির পক্ষ থেকে জানানো হয়, আরিয়ানের বিরুদ্ধে মূল সাক্ষী ওই ব্যক্তি। এবার এনসিবির বিরুদ্ধে মুখ খুললেন কিরণের দেহরক্ষী প্রভাকর সেইল। তিনি জানিয়েছেন, আরিয়ানের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য ১৮ কোটি টাকার চুক্তি করেছে এনসিবি।
প্রভাকরের দাবি কিরণকে দিয়ে ফাঁকা পাতায় সই করিয়েছে এনসিবি আধিকারিকরা। স্যাম ডিসুজা নামের কোনো ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন কিরণ। এমনকি সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ৮ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এনেছেন তিনি। প্রভাকরের বক্তব্য তিনি নিজেই কিরণের থেকে নগদ টাকা নিয়ে তা তুলে দিয়েছেন স্যামের হাতে ।
এনসিবির প্রেস রিলিজে প্রভাকর সেইলকে সাক্ষী হিসেবে উল্লেখ করেছিল এনসিবি। এবার তার এ বক্তব্যে সমস্যায় সেন্ট্রাল এজেন্সি।
যদিও প্রভাকরের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এনসিবি মুম্বাই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। এই অভিযোগের উত্তরে তিনি জানান, সময় এলে এর যথাযথ উত্তর দেবে এনসিবি। এ অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করেন এনসিবির এই কর্মকর্তা। কিন্তু সমীর ওয়াংখেড়ের বক্তব্যেও থামছে না বিতর্ক। কারণ বলিউডের একাংশ এবং বেশ কিছু রাজনীতিবিদ দাবি করেছেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে শাহরুখপুত্রকে।
মুম্বাই ক্রুজ মাদক মামলায় ৩ অক্টোবর এনসিবির হাতে গ্রেফতার হয়েছেন আরিয়ান খান। তারপর থেকে একাধিক বার আরিয়ানের আইনজীবী তার জামিনের আবেদন জানালেও বার বার তা খারিজ হয়ে গেছে। গত বুধবার ফের একবার বিশেষ এনডিপিএস কোর্টও খারিজ করে দেয় আরিয়ানের জামিনের আবেদন । সম্প্রতি ক্রুজ পার্টি কাণ্ড নিয়ে মন্তব্য করতে শোনা যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরকেও।
https://www.facebook.com/pundrotvbd/videos/941504583444209